আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5595

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 মে 2021

প্রশ্ন

আস সালামু আলাইকুম, চাকুরীর ক্ষেত্রে পদোন্নতির জন্য বিদেশে পড়াশোনা করতে যাওয়া কি জায়েজ হবে? বিশেষ করে পশ্চিমা দেশে যেখানে ঈমান ঠিক রাখা কিংবা ইসলামের বিধিনিষেধ পালন করা অনেক কঠিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামের সকল ফরজ বিধান পালনের সুযোগ, হারাম বাদ দিয়ে হালাল বেঁছে নেওয়ার সুযোগ যে জায়গায় থাকবে না সেখানে কোন উদ্দেশ্যেই যাওয়া যাবে না। ইসলাম অনুস্বরণ করা ফরজ, কথিত পড়াশোন করা কিছুই না। আল্লাহর দুনিয়ায় রিজিকের অভাব নেই। কোন অজুহাতেই অনৈসলামিক কোন পরিবেশে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।