As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5572

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 May 2021

প্রশ্ন

আমি একটি কোম্পানিতে একাউন্টস এ চাকরি করি। কোম্পানির সকল টাকা-পয়সা আমি ডিপোজিট বইতে লিখে ব্যাংকে জমা দেই। আবার স্যার -দের যখন টাকার প্রয়োজন হয় আমাকে একটা চেক বই লিখে দেয় আমি তখন ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে আসি। প্রশ্ন- সুদে ব্যাংকের যে গুনার কথা বলা আছে আমি কি তার ভিতরে পরি?

উত্তর

না, এখানে সুদের গুনাহর ভিতরে আপনি পড়বেন না। এখানে সুদের কোন বিষয় নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।