আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5552

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 12 এপ্রিল 2021

প্রশ্ন

আসসালা মুআলাইকুম। আমরা আমাদের মৃত মা-বাবা, আত্বীয়স্বজনদের জন্য দোয়া করার সময় বলব, হে আল্লাহ্ আপনি আমার এই আমলের সওয়াব উনাদের নিকট পৌঁছে দেন। নাকি বলব,উনাদের রূহের ওপর বখশিয়ে দিন। দয়া করে উত্তরটা জানালে বড়ই উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কিছুই বলতে হবে না, আপনার ভালো কাজর সওয়াব এমনিতেই তারা পাবেন। আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বলবেন, আল্লাহ আপনি তাদের ক্ষমা করে দিন। কুআন ও হাদীসের দুআর মাধ্যমে মাফ চাওয়া সবচেয়ে ভালো।