As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5544

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 4 Apr 2021

প্রশ্ন

ঘরে যেসব প্রাণী থাকে যেমন ইদুর, মাকরসা, তেলাপোকা, ইত্যাদি এসব প্রাণীর মলমূত্রাদি কি পাক না নাপাক, আমাদের বাসা চাটাই দিয়ে বোনা এই সব প্রাণী নাকি সিউর না প্রায় প্রতিদিনই বাসার চেয়ার টেবিল ইত্যাদি জায়গায় মলমূত্রাদি ত্যাগ করে, তাতে আমার আম্মু তা ভেজা কাপড় দিয়ে তা মুছে নেয়, তা কি পবিত্র হবে, এসব প্রাণীর মলমূত্রাদি থেকে বেচে থাকা আমার পক্ষে খুবই কঠিন, এটা নিয়ে খুবই টেনশনে আছি, যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটা দিবেন?

উত্তর

নাপাক। ভেজা কাপড় দিয়ে মুছে ফেললে পাক হয়ে যাবে। তবে হালকা একটু লাগলেই নাপাক হয়ে যাবে না, এক দিরহাম বা হাতের তালুর গর্ত পরিমান হলে তখনই কেবল ধোয়া আবশ্যক।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।