আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5545

তাওহীদ

প্রকাশকাল: 5 এপ্রিল 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নন। আল্লাহর তো কারো সাহায্যের প্রোয়োজন নেই। তাহলে কেন আল্লাহ সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াতে মুমিন বান্দাদের কাছ থেকে সাহায্য চাইছেন। এই বিষয়ে আমার সংশয় রয়ে গেছে। দয়া করে জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই আয়াতে আল্লাহবলেছেন, یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَنۡصُرُوا اللّٰهَ یَنۡصُرۡکُمۡ وَ یُثَبِّتۡ اَقۡدَامَکُمۡ হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সমূহ সুদৃঢ় করবেন। আল্লাহর সাহায্য করার অর্থ, আল্লাহর দ্বীনের সাহায্য করা। কারণ, তিনি তাঁর দ্বীনের সাহায্য তাঁর মুমিন বান্দাদের দ্বারাই করেন। এই মুমিন বান্দারা আল্লাহর দ্বীনের সংরক্ষণ ও তার দাওয়াত-তবলীগের কাজ করেন তাই তিনি তাঁদের পৃষ্ঠপোষকতা করেন। অর্থাৎ, তাঁদেরকে কাফেরদের উপর জয়যুক্ত করেন। যেমন, সাহাবায়ে কিরাম (রাঃ) ও প্রাথমিক শতাব্দীগুলির মুসলিমদের উজ্জ্বল ইতিহাস রয়েছে; তাঁরা দ্বীনের (খাদেম) হয়ে গিয়েছিলেন, ফলে আল্লাহও তাঁদের (সহায়) হয়ে গিয়েছিলেন। তাঁরা দ্বীনকে বিজয়ী করলে, আল্লাহও তাঁদেরকে পৃথিবীতে জয়যুক্ত করেছিলেন। যেমন, তিনি অন্যত্র বলেন, {وَلَيَنْصُرَنَّ اللهُ مَنْ يَنْصُرُه} (الحج: ৪০) অর্থাৎ, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে তাঁকে সাহায্য করে। (সূরা হাজ্জ ৪০)