আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5542

যাকাত

প্রকাশকাল: 2 এপ্রিল 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি যাকাত নিয়ে প্রশ্ন করতে চাই আমার কাছে ব্যাংকে ১৬ লক্ষ টাকা আছে. আমি কোন কাজ করি না. বিদেশে যাওয়ার চেষ্টা করতেছি. আমার ভাই বিদেশে আছে . কিছু দিন আগে গেছে. তার পরিবার আর আমার পরিবার একসাথেই থাকি. সে যাওয়ার সময় ১১ লক্ষ্য টাকা ধার করে গেছে. এখন আমার যাকাত দিতে হবে কিনা. আর যাকাত দিলেও কত টাকা দিতে হবে? অনুগ্রহ করে জানালে উপকার হত.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই পুরো টাকার মালিক যদি আপনি হন তাহলে পুরো টাকার যাকাত আপনাকে দিতে হবে, যদি একবছর ধরে এই টাকা আপনার কাছে থাকে। আর যদি যৌথ টাকা হয়, অর্থাৎ আপনি এবং আপনার ভাই দুই জনই এই টাকার মালিক, তাহলে আপনি ৮ লক্ষ টকার যাকাত দিবেন, আপনার ভাইয়ের যাকাত দেওয়া লাগবে না।