আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5525

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 মার্চ 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১। কোন মানুষ, পশু, পাখির ছবি সম্বলিত পোশাক কি সবসময় পরিধান করা হারাম, নাজায়েজ? নাকি সালাতে পরিধান করা হারাম? ২। আমি যদি বাসায় মা, বাবা, ভাই-বোন, স্ত্রী, অর্থাৎ পরিবারের সদস্যদের নিয়ে জামাআতে সালাত আদায় করি তাহলে কি সালাত আদায় হবে? এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মানুষ, পশু, পাখির ছবি সম্বলিত পোশাক পরা সর্বাবস্থায় না জায়েজ। ২। পুরুষ মানুষ মসজিদে সালাত আদায় করবে, বাড়িতে নয়। তবে কোন কারণে যদি কোন ওয়াক্তে মসজিদে যেতে না পারে তাহলে বাড়ির মানুষদের নিয়ে জামাত করতে পারবে। ইমাম সাহেবের পিছনে পুরুষরা দাঁড়াবে, এর পরের লাইনে মহিলারা দাঁড়াবে। নন মাহরাম মহিলা হলে পর্দা দিতে হবে।