আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5524

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 মার্চ 2021

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি ওমান থেকে বলছি। আমি আগেও আমার মালিকের বাসায় কাজ করতাম, এখন আমার মালিক আমাকে ওনার কোম্পানিতে নিয়ে গেছে। সেখানে কোনো মসজিদ নেই। আর মসজিদ একটু দূরে তার জন্য আমরা কিছু ভাই একসাথে জামাতে নামাজ পড়ি কিন্তু ওয়াক্ত মত হয় না। মাঝে মধ্যে একটা ১টা বেজে যায় তাহলে কি আমাদের এই নামাজ কবুল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায ওয়াক্ত অনুযায়ীই আদায় করতে হবে। নিয়মিত ওয়াক্তের বাইরে নামায পড়ার সুযোগ নেই। তবে ১টার সময় নামাযের ওয়াক্ত থাকে। দিন একটা হলে যুহরের নামাযের সময়, রাত ১টা হলে এশার নামাযের সময়। আপনি স্থানীয় কোন আলেমের সাথে বিস্তারিত আলোচনা করবেন।