ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5434
ওয়া আলাইকুমুস সালাম। নীচের দুআটি সালাতের সাজদাতে, দুআ মাসূরার সময় পাঠ করবেন। পাশাপাশি সালাতের শেষে নিজের ভাষায় আল্লাহর কাছে হৃদয়ের কথাগুলো তুলে ধরবেন। আর পড়াশোনা তো লাগবেই। প্রয়োজনে যোগাযোগ করবেন 01762629405 যে কোন দিন এশার পর। দুআটি হলো رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ