As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5434

প্রশ্ন

আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ। আগামী ১ এপ্রিল আমার মেডিকেল এডমিশন টেস্ট। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে এবং ভালো একটা মেডিকেলে অধ্যয়ন করার ইচ্ছা রয়েছে, পাশাপাশি আমার এখন পড়াশুনাতে বরকত পেতে চাই। এজন্য আমি কী আমল করতে পারি এ বিষয়ে জানালে খুবই উপকৃত হতাম। যাযাকাল্লাহ খায়রন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নীচের দুআটি সালাতের সাজদাতে, দুআ মাসূরার সময় পাঠ করবেন। পাশাপাশি সালাতের শেষে নিজের ভাষায় আল্লাহর কাছে হৃদয়ের কথাগুলো তুলে ধরবেন। আর পড়াশোনা তো লাগবেই। প্রয়োজনে যোগাযোগ করবেন 01762629405 যে কোন দিন এশার পর। দুআটি হলো رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ