As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 5364
আমি আগে জানতাম না পেশাব পরিষ্কার করতে পানি ঢালতে হয়৷ আর আমরা সবসময় বাচ্চারা ঘরে পেশাব করলে ঘর মুছে ফেলেছি। একই ন্যাকরা দিয়ে পুরা ঘর মুছা হয়। এখন ঘরের মেঝেতে খালি ভিজা পায়ে হেটে নামাজ পড়লে কি নামাজ হবে? আর ভিজা কাপড় মেঝেতে পরলে কি কাপড়টি নাপাক হয়ে যাবে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5364

প্রশ্ন

আমি আগে জানতাম না পেশাব পরিষ্কার করতে পানি ঢালতে হয়৷ আর আমরা সবসময় বাচ্চারা ঘরে পেশাব করলে ঘর মুছে ফেলেছি। একই ন্যাকরা দিয়ে পুরা ঘর মুছা হয়। এখন ঘরের মেঝেতে খালি ভিজা পায়ে হেটে নামাজ পড়লে কি নামাজ হবে? আর ভিজা কাপড় মেঝেতে পরলে কি কাপড়টি নাপাক হয়ে যাবে?

উত্তর

ঘরের মেঝে যদি টাইলস বা পাকা করা থাকে তাহলে পেশাব যে কোন কাপড় দিয়ে মুছে ফেললেই ঐ জায়গা পরিপূর্ণ পবিত্র হয়ে যাবে। মুছার পর খালি পায়ে হাঁটলেও পা নাপাক হবে না, সুতরাং নামায পড়তে কোন সমস্যা নেই। মুছার পর ভিজা কাপড় মেঝেতে পড়লেও কোন সমস্যা নেই। তবে ভালোভাবে মুছতে হবে। আর নাপাকি শুকিয়ে গেলেও ঘরের পাকা বা টাইলস করা মেঝে পবিত্র হয়ে যায়।