আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5363

বিবিধ

প্রকাশকাল: 5 অক্টো. 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমার সব সময় মনে হয় আমি রিয়া করছি। রাস্তা দিয়ে হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটলে মনে হয় আমি মানুষের বাহ্ বাহ পাওয়ার জন্য এমনটা করছি। সালাতে দাড়ালে রুকু -সিজদা দীর্ঘ করতে চাইলে মনে হয় আমি মানুষের বাহ্ বাহ পেতে চাচ্ছি। যেই কোনো ভালো কাজে আমার এই চিন্তা আসে। আমি চেষ্টা করি যত টুকু গোপনে করা যায়। কিন্তু যেসব কাজ প্রকাশ্যে করা হয় ওইসব কাজ করার সময় আমার এই রিয়ার চিন্তা মাথায় চলে আসে। ফলে আমি টেনসনে থাকি। এসবের ফলে আমি নিয়ত নিয়ে সন্দেহে পড়ে যাই। আমাকে একটু জানাবেন। আমার কি করা উচিৎ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এগুলো শয়তানের ওয়াসওয়াসা। আপনি এসব দিকে ভ্রুক্ষেপ করবেন না। আপনার ভালো কাজ আপনি চালিয়ে যাবেন। একসময় এমন আর মনে হবে না, স্বাভাবিক হয়ে যাবেন। বেশী বেশী আউযুবিল্লাহি মিনাশ শায়ত নিররযীম পড়বেন। সূরা ইখলাস, ফালাক ও নাস সকাল সন্ধ্যা ৩ বার করে পড়বেন। সকাল-সন্ধ্যার অন্যান্য যিকির ও দুআ নিয়মিত পড়ার চেষ্ঠা করবেন।