As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 5346
আস-সালামু আলাইকুম। দুখুলুল মসজিদ বা তাহিয়্যাতুল ওযুর নামাজ পড়া কি বাধ্যতামূলক?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5346

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। দুখুলুল মসজিদ বা তাহিয়্যাতুল ওযুর নামাজ পড়া কি বাধ্যতামূলক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই নামাযগুলো পড়া সুন্নাত, অনেক সওয়াবের কাজ। ফরজ ও ওয়াজিব আমলগুলো বাধ্যতামূলক হয়। সুন্নাত বাধ্যতামূলক হয় না।