আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5345

তারাবীহ

প্রকাশকাল: 17 সেপ্টে. 2020

প্রশ্ন

আমাদের মসজিদে তারাবি নামাজ অনেক দ্রুত পড়ে 20 মিনিটে 20 রাকাত নামাজ পড়ে করণীয় কী?

উত্তর

এটা একটা জাতীয় সমস্যা। এর থেকে বের হওয়া কঠিন। আপনি পাশের অন্য কোন মসজিদে যদি ভালো তারাবী হয় সেখান পড়বেন। অন্যথায় আপনি যতটুকু সূরা পড়তে পারেন সেগুলো দিয়ে ধীরে ধীরে বাড়িতে তারবাী নামায আদায় করবেন। আর যদি সম্ভব হয় ইমাম সাহেব বা দায়িত্বপ্রাপ্ত কাউকে বলবেন, মসজিদে একটু ধীরে ধীরে যেন নামায পড়ে।