As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5339

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ১। কোনো অন্য ধর্মাবলম্বীর কেউ এসে যদি বলে আমি আপনার জন্য দোয়া করেছি/করি/করবো তখন তাকে আমার কি বলা উচিত? এতে আমার কোনো গোনাহ (বিশেষ করে শির্কের) হবে কিনা? সে যখন কুশল জানতে চায় তখন উত্তরে কি বলা যাবে আলহামদুলিল্লাহ, ভালো আছি? ২। মসজিদে উপস্থিত হয়ে দেখা গেল ফরজ সালাত শুরু হতে যে সময় আছে তাতে দুই রাকাত সুন্নত অথবা দুখলুল মসজিদ পড়া যাবে, বিশেষ করে (ফজরের সালাত) সেক্ষেত্রে কি এই দুই সালাতের নিয়ত একসঙ্গে করা যাবে? শুধু সুন্নত আদায় করে মসজিদে বসা যাবে কিনা? ধন্যবাদ। ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অন্য ধর্মাবলম্বীর কেউ এমন বললে আপনি চুপ থাকবেন। কিছু বলতে হবে না। তবে আপনি অন্য ধর্মাবলম্বী কারো কাছে দুআ করতে বলতে পারবেন না, এটা শিরক হবে। ২। জ্বী, মসজিদে প্রবেশ করে না বসে কোন ওয়াক্তের সুন্নাত পড়লেও তাতে দুখুলুল মসজিদ আদায় হয়েছে বলে গণ্য হবে । এই হিসেবে শুধু সুন্নত আদায় করে মসজিদে বসতে সমস্যা নেই।সময় থাকলে দুখুলল মসজিদ পড়ে সুন্নাত আদায় করা অবশ্যই অধিক সওয়াবের কারণ। সুতরাং ফজরের সুন্নাত আদায় করলেও তাতে দুখুলুল মসজিদের সওয়াব পাওয়া যাবে।