আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5313

বিবাহ-তালাক

প্রকাশকাল: 16 আগস্ট 2020

প্রশ্ন

বাবা যদি মেয়েকে জোর করে এমন ছেলের কাছে বিয়ে দিতে চায় দীনদার নয়, যার দীনদারিতা মেয়ের ভালো লাগে নাই এবং অন্য এক দীনদার ছেলে কে বিয়ে করতে চায়, কিন্তু বাবা রাজি না সে ক্ষেত্রে মেয়ে কি করবে?

উত্তর

বাবা মেয়ের অমতে কোন ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে পারবে না। মেয়েও নিজের ইচ্ছামত কোন ছেলেকে বিবাহ করতে পারবে না। উভয়ের সমন্বিত সিদ্ধান্তে দ্বীনদার ছেলের সাথেই বিবাহ দিতে হবে। ছেলে দ্বীনদার না হলে মেয়ে বিয়েতে আপত্তি করতে পারবে। মেয়ে রাজি না থাকলে বাবা মেয়ের বিয়ে দিতে পারবে না।