আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5274

বিবাহ-তালাক

প্রকাশকাল: 8 জুলাই 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, স্যার বর্তমান প্রেক্ষাপটে সর্বনিম্ন কত টাকা দেনমোহর ধার্য করলে সুন্নত আদায় হবে, আমি আমার স্ত্রী সাথে পরামর্শের মাধ্যমে তাকে আস্তে আস্তে টাকা পরিশোধ করে দিবো, ইনশাআল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হানাফী মাহজাহবে দেনমোহরের ন্যূনতম পরিমান মতে ১০ দিরহাম। অর্থাৎ ৩০.৬১৮ গ্রাম রুপা অথবা এর সমপরিমাণ মূল্য নির্ধারণ করা। এর চেয়ে কম পরিমাণ মোহর নির্ধারণ করা স্ত্রী রাজি হলেও তা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে না। আপনি আপনার সামর্থ অনুযায়ী পরিষোধ করতে পারবেন এতটুকু পরিমান মহর নির্ধারণ করবেন।