আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5273

বিবাহ-তালাক

প্রকাশকাল: 7 জুলাই 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, খুবই মানসিক অশান্তিতে আছি, উত্তর দিয়ে সাহায্য করবেন
১বছর আগে আকদ হয়েছে এবং আমরা ৯মাস ধরে স্বামী স্ত্রীর সম্পর্কে আছি হঠাৎ করে আমার বিয়ে মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে এর থেকে পরিত্রাণ পেতে চাই এবং করণীয় কি? সমস্যা ১)বিয়ের অনুমতি নিতে আসার আগেও জানতাম না এই অনুমতিই আসল যদিও বিয়ের জন্য আমি পুরোপুরি তৈরি ছিলাম যখন বিয়েতে রাজি কিনা জিজ্ঞেস করেছিল তখন খুশি মনে বিয়েতে রাজি ছিলাম বলেছিলাম আর সাইন করে পার্লার চলে গেছিলাম, আমি মনে করে ছিলাম আমাকে সেখানে ফোন দিয়ে জিজ্ঞেস করা হবে বিয়েতে রাজি কিনা। কারণ বাসায় যেই ইজাজত দিয়েছিলাম তার মানে আমি বুঝতে পারি নাই। কারণ সবসময় দেখেছি পরিবার থেকে কনেকে দিক নির্দেশনা দেয়া হয়, কিন্তু আমাকে কেউ বলে নাই তুমি এখনই বিয়ের অনুমতি দিয়ে দিচ্ছ, আরেক টা বিষয় বিয়ের অনুমতি নেয়ার সময় শুধু যিনি অনুমতি নিয়েছিলেন তিনি এবং আরেকজন আমার বোন ছিলেন কিন্তু আমি অনেকের বিয়েতে ৩জন অনুমতি নিতে দেখে গুগোল সার্স করে দেখলাম ৩জন সাক্ষী লাগে ২জন পুরুষ অথবা ২জন পুরুষ এবং ১জন মহিলা অথবা ১জন পুরুষ এবং ২জন মহিলা
এইসব চিন্তা করে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি
এই বিয়ে কি সহিহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার বিয়ে শতভাগ শুদ্ধ। বিয়ের সময় সাক্ষীর প্রয়োজন হয়, মেয়ের থেকে অনুমতি নেয়ার সময় সাক্ষীর প্রয়োজন নেই।অযথা টেনশন করে নিজে বিপদে পড়বেন না, অন্যদেরকে বিপদে ফেলবেন না।