আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5235

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 মে 2020

প্রশ্ন

প্রশ্ন নং- ০১ঃ ফজরের ২ রাকাত সুন্নাত নামাজ বাড়িতে পড়ে মসজিদে গিয়ে যদি দেখা যায় যে, জামাত শুরু হতে আরো ৩/৪ মিনিট বাকি আছে। তাহলে কি ২ রাকাত দুখলুল মসজিদ নামাজ পড়ে মসজিদে বসবো? নাকি দুখলুল মসজিদ না পড়েই বসে পড়বো?
প্রশ্ন নং-০২ঃ কেউ দাওয়াত দিলে সেই দাওয়াতে অংশগ্রহণ করা তো সুন্নাত। তাবে, উক্ত দাওয়াতকারী যদি হারাম উপার্জনশীল হন তাহলে করণীয় কি?

উত্তর

ফজরের সুন্নাত বাসায় পড়লে মসজিদে এসে দুখুলুল মসজিদ পড়ার বিষয়ে সাহাবীদের থেকে দুই ধরণের আমলই আছে। কেউ দুখুলুল মসজিদ পড়তেন, কেউ পড়তেন না। সুতরাং পড়লে কোন সমস্যা নেই। ২। যদি তার আয়ের অধিকাংশ হারাম হয় তাহলে সেই দাওয়াতে অংশগ্রহন করবেন না। যদি হারাম-হালাল মিশ্রিত হয়, হালাল বেশী হয় তাহলে দাওয়াত গ্রহন করতে পারেন।