As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5234

প্রশ্ন

একটি ছেলে বিয়ে করেছে…সে তার স্ত্রীকে নিজের বাড়িতে রাখতে চায় না…তাকে মেয়ের বাবার বাসায় রাখে…কারণ ছেলেটির বাসায় তার ছোট দুটি অবিবাহিত ভাই রয়েছে…অবশ্য সেই ভাই দুটিও ইসলাম মেনে চলে… এখন ছেলেটির মা একা থাকে অসুস্থ,নিজে কাজ করতে,রান্না করতে পারে না…এমতাবস্থায় তার বিবাহিত ছেলের কাছে আবদার করেছে যে তার পুত্রবধুকে নিজের কাছে রাখতে…যেন তাকে একটু সাহায্য করতে পারে…কিন্তু ছেলে কোনক্রমেই রাজি নয়…এতে তার মায়ের খুব কষ্ট হয়…ছেলেটি ভাবছে যে দেবরদের সাথে যদি তার স্ত্রীর কখনো চলতে ফিরতে সাক্ষাত হয়… উল্লেখ্য যে ছেলেটি শ্বশুর বাসায় থাকে,নিজের বাসায় আসতে চায় না এমন পরিস্থিতিতে ইসলামিক বিধান অনুযায়ী কি সমাধান হতে পারে?

উত্তর

আত্মসম্মানবোধ আছে এমন কোন পুরুষ এভাবে বিনা কারণে শ্বশুর বাড়ি থাকতে পারে না। নিজ বাড়িতে থাকতে সমস্যা মনে হলে বাড়ি ভাড়া করে থাকবে। অসুস্থ মায়ের কাছে স্ত্রী থাকবে, তার দেখাশোনা করবে, এটাই তো মানবতার দাবী। এই দাবী পূরণ না হলে তো শান্তি আসবে না। আর আইন হলো ঐ বিবাহিত ছেলে এবং অন্যান্য ছেলেরা মেয়ে তার মায়ের দেখাশোনর করবে। প্রয়োজনে পালা করে নিয়ে হলেও একজন সার্বক্ষনিক মায়ের কাছে থাকবে। যদি কাজের মানুষর রাখার মাধ্যমে এই সমস্যার সমাধান হয় তাহলে ছেলেদের উপর দায়িত্ব হলো কাজের মানুষ রাখা।