As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5229

সফর

প্রকাশকাল: 24 মে 2020

প্রশ্ন

আমি ভেকু তে মাটি কাটার কাজ করি… আমার বাড়ি পাবনা কিন্তু আমাদের আমার কাজের স্থল ঝিনাইদহ.. দূরত্ব 77 কিলোমিটার.. কাজের জন্য দুই তিন দিন পর পড়ে আমাদের জায়গা পরিবর্তন করতে হবে.. আজ এখানে কাজ হয় তো কালকে আরেক জায়গায়… এভাবেই সাত-আট মাস কাজ চলতে থাকে…. ঠিকমতো এক ওয়াক্ত নামাজের সময় পাওয়া যায় না বললেই চলে…. এমতাবস্থায় আমার সালাত কি কসর করতে হবে? নাকি সম্পূর্ণ সালাত আদায় করতে হবে..?
দুই ওয়াক্ত সালাত একসাথে পড়ার সময় চার রাকাত করে সব পড়তে হবে নাকি দুই রাকাত দুই রাকাত করে পড়তে হবে? জাঝাকুমুল্লাহ

উত্তর

৭৭ কিলোমিটারের মধ্যেই কাজ হলে কসর করবেন না। পূর্ণ নামায আদায় করবেন। যেখানে কাজ করবেন সেখানে স্থানীয় মসজিদে নামায আদায় করবেন। কোন কারণে মসজিদে যেতে নার পারলে ওয়াক্তের মধ্যেই কর্মস্থলে সময়মত নামায আদায় করবেন। দুই ওয়াক্ত একসাথে পড়বেন না, ওয়াক্তের মধ্যে সব নামায অদায় করবেন। আর যদি ৭৮ কিলোমিটির বা তার চেয়ে বেশী দূর হয়, আর একটি স্থানে ১৫ দিনের চেয়ে কম থাকার নিয়ত করেন তাহলে একাকী নামায পড়লে চার রাকআত বিশিষ্ট নামাযগুলো ২ রাকআত পড়বেন। তবে স্থানীয় ইমামের পিছনে জামাতে নামায পড়লে পুরো নামায আদায় করবেন। সর্বাবস্থায় ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করতে হবে।