As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5228

প্রশ্ন

আস্সালামু আলাইকুম । শায়েখ আমি সুরা নূর এর এক আয়াতের অথে পড়েছিলাম, মমাথটি এই: যারা চায় মুমিমদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি । এখন আমার জানার বিষয় হলো, যেসব স্কুল শিক্ষকরা সহশিক্ষার নামে বেপদাপনা ছড়াচ্ছে তাদের জন্যও কি এই একই হুকুম?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যারা অশ্লীলতা ছড়ানোর কাজ করবে সবার জন্য এক হুকুম। স্কুল শিক্ষক,মাদ্রাসা শিক্ষক, কলেজ-ভার্সিটি শিক্ষক, সাধারণ মানুষ যারা বেপর্দা ছড়ানোর কাজ করবে তারাই এই হুকুমের অন্তর্ভূক্ত।