আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5212

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 মে 2020

প্রশ্ন

শায়খ, অনুগ্রহ করে আমার লেখাটা যদি পড়তেন। ২০১৯ ও ২০২১ সালের শুরুতে আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপবৃত্তির জন্যে আবেদন করতে বলা হয়েছিলো। তখন সবার সাথে আমিও তাতে আবেদন করি। প্রতিষ্ঠান থেকেও প্রায় বাধ্যতামূলকভাবেই তা করতে বলা হয়েছিলো। অনেকের মতো আমিও বিভিন্ন তথ্য মিথ্যা/বানোয়াট ভাবে সেই ফর্মগুলা পুরন করি। তারপর আমি সেই উপবৃত্তির টাকাও পাই কয়েক মাস পর। নগদ অর্থে তা প্রায় ২০,০০০ টাকার মতো হবে। কিন্তু তখন আমার ইসলাম সম্পর্কে ধারণা ছিলো না তেমন। এখন আমি দিন প্র্যাক্টিস করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কিন্তু এই ব্যাপারটা আমাকে এখন খুব মনের অস্থিরতায় ফেলে রাখছে। যেমন:
১.এইটা কি বান্দার হক্বের মধ্যে পরবে?
২.মানে আমার কি এই ২০,০০০ টাকা পরিশোধ করতে হবে?
৩. আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র এবং মধ্যম পরিবারের ছেলে। আমার পক্ষে এতগুলো টাকা এই মুহুর্তে পরিশোধ করাটাও অনেক কষ্টকর। ৪.আমার এই মুহুর্তে কি করা উচিৎ অনুগ্রহ করে একটু যদি বলে দিতেন।

উত্তর

যেহেতু মিথ্যা তথ্য দিয়ে টাকা নিয়েছেন তাই সেই টাকা নেওয়া আপনার জন্য হালাল হয় নি। তাই এই টাকা ঐ ব্যাংকে আপনাক ফেরৎ দিতে হবে। এই মূহুর্তে দিতে না পারলেও দ্রুত দেওয়ার চেষ্টা করবেন।