আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5201

হালাল হারাম

প্রকাশকাল: 26 এপ্রিল 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি ওয়েব ডিজাইন শিখেছি, আমি এটাকে পেশা হিসেবে গ্রহন করতে চাচ্ছি । কিন্তু কিছু কিছু ওয়েবসাইট ডিজাইন এর সময় নারীদের পর্দা বা হিজাব ছাড়া ছবি/ ভিডিও ব্যবহার করতে হয় । (যদিও ঐসব ছবি তাদের অনুমতিতেই ফোটোশুট করে ব্যবহৃত হয়ে থাকে) আমি একজন ডিজাইনার হিসেবে এসব ছবি ওয়েবসাইটে ব্যবহার করাটা ইসলাম এর দৃষ্টিতে কেমন? এরকম ওয়েবসাইট ডিজাইন করে অর্থ উপার্জন আমার জন্য হালাল হবে কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেয়েদের ছবি বা প্রাণীর ছবি ব্যবহার করে ডিজাইন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা করা জায়েজ নয়। এই কাজ করে উপার্জিত অর্থও হালাল হবে না। অন্য কোন হালাল পেশা গ্রহন করুন। এই ধরণের পেশা গ্রহন করা একজন প্রকৃত মূমিনের জন্য আদৌ উচিত নয়।