আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5200

হালাল হারাম

প্রকাশকাল: 25 এপ্রিল 2020

প্রশ্ন

মুহতারাম শায়েখ ! এক ব্যাক্তি সুদি ঋণ নিয়ে আমাকে কর্জে হাসানা দিতে চায় । আমার জন্যে কি সেই টাকা নেয়া হালাল হবে?

উত্তর

তার জন্য সুদে ঋন নেয়া হারাম হবে। আপনি কেন তাকে হারাম কাজে জড়ানোর জন্য চেষ্টা করবেন? তাকে হারাম কাজে জড়ানোর জন্য সহযোগিতা করা আপনার জন্য ঠিক হবে না।