আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5193

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 18 এপ্রিল 2020

প্রশ্ন

আসসালমু আলাইকুম!
একটি গুরত্ব পূর্ন প্রশ্ন ছিল । আচ্ছা ওযুর সময় যে সকল অঙ্গ ধৌত করা ফরজ সে সব অঙ্গ চুল পরিমান শুকনো থাকলে উযূ হবে না। আচ্ছা মাথা মাসেহ করার সময় (একবার)ত পুরো চুল ভিজেনা এমন টা সন্দেহ হয়। তাহলে কি উযূ হবে না?
মাথা মাসেহ বলতে কি বুঝায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাথা মাসেত করার সময় পুরো চুল ভেজানো বা পুরো চুল মাসেহ করা আবশ্যক নয়। মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করলেই হবে। মাসেহ করা অর্থ হলো ভেজা হাত মাথার চুলের উপর দিয়ে নিয়ে যাওয়া। সমস্ত চুলে পানি লাগা বা ভেজা হাত লাগা আবশ্যক নয়। অন্তুত মাথার চার ভাগের একভাগ মাসেহ করা ফরজ, পুরো মাথা মাসেহ করা সুন্নাত।