আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। তিনি যদি বলেন, আগত সন্তানের কারণে আপনার কিংবা আপনার বর্তমান সন্তানের বড় কোন সমস্যা হবে তাহলে তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিবেন। আর যদি বড় কোন সমস্যা না হয়, আপনার পরিশ্রম ও কষ্ট দুজনের কারণে একটু বেশী হবে তাহলে আগত বাচ্চা নষ্ট করবেন না।