As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5187

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 Apr 2020

প্রশ্ন

সিমেন্ট এর ফ্লোরে বাচ্চা প্রস্রাব করে দিলে তা নিজে নিজে শুকিয়ে গেলে ঐ জায়গায় ভিজা পা লাগিলে পা কি নাপাক হবে?

উত্তর

যে সব জিনিস তরল বস্তু চুষে নিতে পারে না, যেমন টাইলস আয়না, সেখানে নাপাক লাগলে নাপাক মুছে দিলে পাক হয়ে যাবে। আর পাক হয়ে গেলে ভেজা পা লাগলেও সমস্যা নেই। নিজে নিজে শুকিয়ে গেলেও এই সব জিনিস পাক হয়ে যাবে, পাক হয়ে গেলে ভেজা পা লাগলেও সমস্যা নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।