আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5188

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 13 এপ্রিল 2020

প্রশ্ন

নাকের শুকনো ময়লা বা ভিজা শ্লেষ্মা কি নাপাক। আমার নানু তার নাকের ভিজা শ্লেষ্মা এবং শুকনো ময়লাগুলো আমার পড়ার টেবিল, বিছানার চাদর এবং ঘরের সবজায়গায়ই লাগায়। তিনি নাকের শ্লেষ্মা বা শুকনো ময়লা ধরে যেখানেই হাত মুছে সে জায়গাটিই আমার কাছে অপবিত্র মনে হয়।এখন আমার কাছে ঘরের ফ্রিজ থেকে শুরু করে বেশিরভাগ জিনিসেই নাপাক লেগে আছে মনে হয়। কোনো কিছুতে হাত লাগলেই হাত ধুয়ে ফেলি একটু পরপরই হাত ধোয়া লাগে।এই সমস্যার জন্য আমি খুবই কষ্টে আছি। দয়া করে আমার এ সমস্যা সমাধানের উপায় বলুন।

উত্তর

আপনার নানুকে এই অরুচিকর কাজ করতে বিরত রাখার কোন পদ্ধতি অবলম্বন করুন। তবে এর কারণে কোন কিছু নাপাক হবে না।