As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5162

সালাত

প্রকাশকাল: 18 Mar 2020

প্রশ্ন

আমার প্রশ্ন হচ্ছে, নামাজে একই রাকাতে কোরানের সিকোয়েন্স অনুযায়ী পরপর দুটি সুরা না পড়ে একটির পরে অন্য আরেকটি সুরা পড়া যাবে কিনা? উদাহরন স্বরূপ- একই রাকাতে সুরা কাফিরুনের পর সুরা নছর না পড়ে সুরা লাহাব বা সুরা ইখলাস পড়া যাবে কিনা?
আশা করি উত্তর দিবেন। যাযাকাল্লাহু খায়ের।

উত্তর

জ্বী, পড়া যাবে। সমস্যা নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।