আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5161

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 17 মার্চ 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম, কোন কাপড়ে প্রসাবের ছিটা লাগলে কতক্ষন পযন্ত সেই কাপড় নাপাক থাকে? নাকি না ধোয়া পযন্ত নাপাক থাকে? নাকি শুকিয়ে গেলেই পাক হয়ে যায়। জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কাপড়ে নাপাক লাগলে ধোয়া ছাড়া পবিত্র হয় না। সুতরাং কাপড়লে নাপাক লাগলে পাক করতে হলে অবশ্যই ভালো করে ধৌত করতে হবে।