As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5085

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 জানু. 2020

প্রশ্ন

প্রশ্ন, আসসালামু আলাইকুম আমার প্রশ্ন মূলত তিনটি- ১। জন্মদিন,বিবাহ বার্ষিকী,গায়ে হলুদ,বেবি শাওয়ার বা এধরনের অনুষ্ঠান উপলক্ষে কেউ কেকের অর্ডার করলে তা নেয়া যাবে কিনা?
২। এর দ্বারা উপার্জিত টাকা হালাল হবে কিনা?
৩। কেকের উপর শুভ জন্মদিন,হ্যাপি এ্যানিভার্সিরি এই ধরনের উইশ লেখা যাবে কিনা? উত্তর প্রদান করে সকল সংশয় নিরসন করার জন্য মুফতি সাহেবের নিকট আবেদন করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।জন্মদিন,বিবাহ বার্ষিকী,গায়ে হলুদ,বেবি শাওয়ার বা এধরনের অনুষ্ঠান উপলক্ষে কেউ কেকের অর্ডার করলে তা নেয়া যাবে না। কেকের উপর কোন কোন উইশ লেখাও যাবে না। এর দ্বারা কোন উপার্জন করা যাবে না। তবে কেকের দোকান থেকে কেউ কেক কিনে তা জন্মদিনের জন্য ব্যবহার করলে দোকানদার দায়ী নয়। আল্লাহ তায়ালা বলেছেন,ولا تعاونوا على الإثم والعدوانমন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। এগুলো মুসলিম কালচার নয়, মন্দ কাজ। সুতরাং এই সব থেকে বিরত থাকুন।