আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5067

লেনদেন

প্রকাশকাল: 14 ডিসে. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, এক ব্যক্তি তার স্ত্রীর মহর আদায় করেনি। সে বলতেছে আমি ইন্তেকাল এর পর আমার স্ত্রীকে সরকার আমার পেনশনের ভাতা দিবে। সে, যত দিন বেচে থাকে। এখন এই, টাকা দিয়ে মোহর আদায় হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, স্ত্রী যদি মেনে নেয়, তাহলে পেনশনের টাকা দিয়ে মোহর আদায় হয়ে যাবে।