ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর আসা, থাকা এগুলো মানুষের মত বা অন্য কোন কিছুর মত, এমন কল্পনা করা যাবে না। এমন কল্পনা থেকেই মূলত আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন উত্থাপিত হয়। সহীহ হাদীসে আছে, আল্লাহ রাতের এক তৃতীয়াংশ পর প্রথম আসমানে আসেন, মানুষের কথা শোনেন। তাই আমরা বিশ্বাস করি, পৃথিবীর সকল স্থানে আল্লাহ রাতের এক তৃতীয়াংশ পর প্রথম আসমানে আসেন, মানুষের দোআ কবুল করেন। আমরা বিশ্বাস করি এই আসা মানুষের আসার মত নয়, তিনি কীভাবে আসেন, তা আমাদের চিন্তার বাইরে, তার আসার ধরণ আমরা জানি না। সব সময় প্রথম আসমানে থাকেন এমন কথা হাদীসে নেই, সুতরাং এমন বলা যাবে না।