As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5030

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ভাই আমি সিরাতুন্ন নবী কোন একটি বই পড়তে চায়,স্যার অনেক জায়গায় বইটি পড়তে বলেছেন,সেইজন্য একটি সুন্দর লেখকের নাম ও বই এর নাম বলেন ভাই। জানালে খুবই উপকৃত হবো ভাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আর রাহিকুল মাখতুম বইটি পড়তে পারেন।