আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4997

লেনদেন

প্রকাশকাল: 5 অক্টো. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম
১| আমার পরিচিত একজন একটি সরকারি কম্পানির কলনিতে থাকা কালীন কিছু ক্যাবল, পিতল,লোহা নিয়ে বিক্রি করে এখন এর থেকে মুক্তির উপায় কি? এই মুল্য এখন ওই কম্পানিতে ফেরত দেয়াও সম্ভব নয়। ২| একি ব্যক্তি আগে নেশায় জরিত থাকা কালিন কিছু নেশাদার দ্রব্য বাকিতে ক্রয় করে পরে আল্লাহর ইচ্ছায় সে ফিরে এসেছে, এখন এই বাকির মুল্য কি পরিশোধ করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। যে পরিমাণ টাকা আত্মসাত করেছে সেই পরিমান টাকা ঐ কোম্পানীতে দেয়া সম্ভব না হলে সরকারী কোম্পানী হওয়ার কারণে সরকারী তহবিলে দিয়ে দিবে। ২। জ্বী, মূল্য পরিষোধ করতে হবে।