আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4996

শিরক-বিদআত

প্রকাশকাল: 4 অক্টো. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি হরিনাকুন্ডু উপজেলা থেকে বলছি,
আমাদের এখানে প্রত্যেকটা মৃত ব্যক্তি উপলক্ষে দোয়ার অনুষ্ঠান বা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, সমাজে এটা একটা রীতি হিসেবে দাঁড়িয়েছে। এটা সম্পর্কে ইসলামের বিধান জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. বা সাহাবীগণ মৃত ব্যক্তি উপলক্ষে এই ধরণের দোআ মাহফিল বা ওয়াজ করেন নি। সুতরাং এই রেওয়াজ বা প্রথা বাদ দেয়া আবশ্যক।দোআ একাকী করতে হবে। মৃত ব্যক্তির সওয়াবের জন্য কেউ কোন সময় ওয়াজ মাহফিল বা এই ধরণের যে কোন ভাল কাজ করতে পারে, তবে সেটা মৃত ব্যক্তিকে উপলক্ষ করে নয়। মৃত ব্যক্তির সওয়াবের জন্য কী কী করা যেতে পারে দলীলসহ বিস্তারিত জানতে আমাদের দেয়া 0300 নাম্বার প্রশ্নের উত্তর দেখুন।