আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 495

বিবাহ-তালাক

প্রকাশকাল: 8 জুন 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
স্যার আমি একটি মেয়েকে পছন্দ করি। মেয়েটির পরিবারের সার্বিক অবস্থা আমার পরিবার থেকে নিচে। আমার বাবা-মা দুজনেই মাদরাসায় উচ্চশিক্ষিত। কিন্তু মেয়ে কিংবা মেয়ের পরিবারের কেউই মাদরাসায় শিক্ষিত নয় তবে তারা ইসলামী বিধান তথা নামাজ-রোযা-পর্দা এগুলো পালন করে সঠিকভাবে। তাদের মধ্যে আকিদাগত তথা পীরবাদ এমন কোনো সমস্যাও পাই নি। তাদের গ্রামের বাড়ি আমাদের থেকে বহুদূরে। আমার বর্তমান সমস্যা হলো আমি মেয়েটিকে বিবাহ করতে চাই। কিন্তু আমার বাবা-মা এই মেয়ের ব্যাপারে রাজি নয়। তাদের আপত্তি মেয়ের গ্রামের এলাকা ও তাদের পারিবারিক অবস্থা তথা নন-আলেম ও আর্থিক এইগুলো। কিন্তু আমি মেয়েকে অনেক পছন্দ করি। তার চরিত্র ও দ্বীনী বিষয় আমাকে আকৃষ্ট করেছে। এইক্ষেত্রে আমার করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিবাহ এমন একটি বিষয় যেখানে মুরুব্বীদের মতামত মেনে চলা একান্ত কর্তব্য। তারা বহুদিন ধরে সংসার করার কারণে তাদের মধ্যে এই বিষয়ে অনেক অভিজ্ঞতা সৃষ্টি হয়। এই অভিজ্ঞতার আলোকে তারা বুঝতে পারেন কেমন পরিবারের বা কেমন ছেলে-মেয়েকে বিবাহ করা উচিৎ। যারা এখনো বিবাহ করেন নি তারা এই অভিজ্ঞতা পাবে কোথায়? আপনাদের ন্যায় বয়সের ছেলে-মেয়েরা আবেগের কারণে অনেক সময় এমন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে যা পরববর্তীতে সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। ং সুতরাং যেহেতু আপনার বাবা-মা এই বিবাহে রাজি নয় তাই আপনার জন্য উচিৎ হলো এখান থেকে সরে আসা। আশা করি এর ভিতরে আল্লাহ আপনার জন্য কল্যান রেখেছেন। আমরা আপনার জন্য দুআ করি যেন আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্ত নেয়ার তাওফিক দেন।