As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 494
আস সালামু আলাইকুম। অনেকে রাস্তাঘাটে ভুয়া কবর বানিয়ে সেখানে সালাম দেয়, চুমু খায়। ভুয়া কবর সম্পর্কে একটি হাদীস শুনেছি যা হচ্ছে: মান যারা কবরান বিলা মাকবূরিন কাআন্নামা আবাদাস সানাম। কিন্তু এ হাদীসটি কোন কিতাবে আছে, সহীহ না জাল তা জানতে পারি নি। দয়া করে যদি হাদীসটির তাহকীক জানান উপকৃত

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 494

প্রশ্ন

আস সালামু আলাইকুম। অনেকে রাস্তাঘাটে ভুয়া কবর বানিয়ে সেখানে সালাম দেয়, চুমু খায়। ভুয়া কবর সম্পর্কে একটি হাদীস শুনেছি যা হচ্ছে: মান যারা কবরান বিলা মাকবূরিন কাআন্নামা আবাদাস সানাম। কিন্তু এ হাদীসটি কোন কিতাবে আছে, সহীহ না জাল তা জানতে পারি নি। দয়া করে যদি হাদীসটির তাহকীক জানান উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা কোন হাদীস নয়। সহীহ জাল কোন কিতাবেই হাদীসটি পাওয়া যাচ্ছে না।