As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4891

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 21 Jun 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ, মেয়েদের জিন্স প্যান্ট পরার বৈধতা জানতে চাচ্ছি। যখন তা ছেলেদের থেকে ভিন্ন কাটিং, স্টাইল এবং নারীদের পোশাক এর মূলনীতি মেনে চলে। একটু বিস্তারিত বললে উপকার হত।

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। ছেলেদের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক মেয়েরা পরবে না। এমন পোশাক পরবে না,যা দেখলে অন্য ধর্মেরে মনে হয়, পাপাচারী কিংবা ফাসেক-ফুজ্জার মনে হয়। জিন্স আমাদের দেশের ধার্মিক বা ভাল মেয়েরা পরে না। যারা সাধারণত বিভিন্ন পাপ কাজের সাথে প্রতক্ষ্য বা পরোক্ষভাব জড়িতে তারা পরে। সুতরাং বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে এই পোশাক পরা কিছুতেই ঠিক হবে না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।