As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 4892
আসসালামু আলাইকুম, উযু করার সময় মাথা মাসেহ পর্যন্ত এসে শীতের কারণে হাত মুখ কাপড় দিয়ে মুছে তারপর পা ধৌত করলে উযুতে কোন সমস্যা হবে কি?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4892

প্রশ্ন

আসসালামু আলাইকুম, উযু করার সময় মাথা মাসেহ পর্যন্ত এসে শীতের কারণে হাত মুখ কাপড় দিয়ে মুছে তারপর পা ধৌত করলে উযুতে কোন সমস্যা হবে কি?

উত্তর

ওয়া আলাইুকুমুস সালাম। এই বিষয়টি নিয়ে ফকীহ আলেমদের মাঝে কিছুটা মতবিরোধ আছে। হানাফী আলেমদের নিকট কোন সমস্যা নেই। সুতরাং সম্পূর্ণ ওযু করার পর হাত-মুখ মুছার মধ্যেই সাবধানতা।