As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 463
আসসালামুয়ালাইকুম, স্যার, এক ওয়াক্ত নামায কাযা করলে ২ কোটি ৮৮ লাখ বছর জাহান্নামে থাকতে হবে। এটা কি সাহিহ?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 463

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, স্যার, এক ওয়াক্ত নামায কাযা করলে ২ কোটি ৮৮ লাখ বছর জাহান্নামে থাকতে হবে। এটা কি সাহিহ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, উক্ত কথা সহীহ নয়। এমন কোন কথা হাদীসে বর্ণিত নেই। তবে নামায না পড়লে কাফের হয়ে যাবে এমন কথা সহীহ হাদীসে উল্লেখ আছে।