আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 462

নামায

প্রকাশকাল: 6 মে 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, স্যার, অজুর আগে মেসওয়াক করে নামায আদায় করলে ৭০ গুন বেশী সাওয়াব। এটা কি সাহিহ হাদিস?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেসওয়াক করে নামায পড়লে ৭০গুন সওয়াব হবে মর্মে বর্ণিত হাদীসটি সহীহ নয়, যয়ীফ। তবে শায়েখ ইবনুল কায়্যুম রা. বলেছেন, মেসওয়াকের ফজিলত বিষয়ে যত হাদীস বর্ণিত হয়েছে তাতে মনে হয় এমনটি হওয়া সম্ভব। দেখুন, আলমানরুল মুনিফ, হাফেজ ইবনুল কায়্যুম।