As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 443

প্রশ্ন

আমার প্রশ্ন টা হচ্ছে … আমার বন্ধুদের কে ইসলামের দাওয়াত দেবার সময় অনেক ক্ষেত্রে আমাকে হাদিস বলতে হয়…কিছু ক্ষেত্রে আমি সম্পূর্ণ হাদিস টা বলতে পারিনা কিন্তু হাদিসের মুল ভাবটা আমি তাকে বোঝাতে পারি…এখেত্রে সম্পূর্ণ হাদিস না বলার কারনে কি আমার গুনাহ হবে…

উত্তর

পূর্ণ হাদীস না বললেও সমস্যা হবে না তবে আপনি বলার চেষ্টা করবেন পূর্ণ হাদীস বলার। আল্লাহ আপনাকে তাওফীক দিন।