আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4194

নামায

প্রকাশকাল: 24 জুলাই 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম ১. সালাত আদায়ের শুরুতে কত রাকাত পড়বো বা কোন সালাত পড়ছি {যেমন ফরজ নাকি নফল} এই চিন্তা মনে বা মাথায় এনে তারপর সালাত শুরু করবো নাকি ফরজ সালাত পড়ছি নাকি নফল সালাত পড়ছি বা কত রাকাত পড়ছি সেটা ভাবার প্রয়োজন নেই শুধু আল্লাহু আকবার বলে সালাত শুরু করে দিবো?
2. জামাতে সালাত রত অবস্থায় পাশের কেউ যদি মাথা ঘুরে পরে যায় তখন কি সালাত ছেড়ে দিয়ে তাকে ধরা যাবে?

উত্তর

৫ ওয়াক্তের সালাতের ক্ষেত্রে কোন ওয়াক্তের কোন সালাত পড়ছেন এটা মনের ভিতর থাকতে হবে। অন্যান্য সুন্নাত-নফলে ক্ষেত্রে সুন্নাত-নফল সালাত পড়ছেন এইটুকু মনের ভিতর থাকলেই হবে। ২। হ্যাঁ, এই অবস্থায় অসুস্থ ব্যক্তিকে সালাত ছেড়ে ধরা যাবে।