আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4193

বিবিধ

প্রকাশকাল: 23 জুলাই 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, জনাব, আমার বয়স ৩০ বছর, সে সময় আমার বয়স আনুমানিক ১৪ বছর ছিল, আমি গোসল করতে গেলে আনুমানিক ১.৫-২ ভরির একটি রূপার চেইন খুঁজে পাই, কিছুক্ষণ পর চেইনটির প্রকৃত মালিক ঐ চেইনটি পেয়েছি কি না জিজ্ঞেস করলে আমি অস্বীকার করি এবং চেইনটি বাড়িতে নিয়ে আসি । ভদ্রলোক আমাদের এলাকার ভাড়াটিয়া ছিলেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, আমি ওনার ঠিকানা জানিনা এবং চেহারাও ভুলে গেছি, আমি চুরি করেছি, এ পাপ থেকে মুক্তি পাওয়ার কি কোন সমাধান আছে? দয়া করে উত্তর জানাবেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমীন ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখন খুঁজে না পেলে তো আর তাঁকে দেওয়া সম্ভব নয়। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং তার পক্ষ থেকে দান-সদকা করুন।