হাত উঠানো না উঠানো গুরুত্বপূর্ণ কোন বিষয় নয়। হাদীসে যেখানে দুই ধরণের আমলে সুযোগ রেখেছে সেখানে উভয় আমলই সুন্নাহসম্মত। মূল বিষয়ে হলো হালাল-হারাম মেনে চলা, সকলা ফরজ ও ওয়াজিব কাজগুলো যথাযথ আদায় করা। হানাফী মাজহারসহ সকল মাজহাবই হাদীসের উপর প্রতিষ্ঠিত। সুতরাং মাজহাব ছেড়ে হাদীসে এসেছেন, এমন ধারণা অমূলক।