আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4142

হালাল হারাম

প্রকাশকাল: 2 জুন 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম, কোন ব্যক্তি যদি পোস্টঅফিসে কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে এবং আমাকে নমিনি করতে চাচ্ছে কিন্তু আমি চাচ্ছি না, পারিপার্শিক চাপে হতে হচ্ছে এই ক্ষেত্রে আমি কি পাপি হবো। কারন সেই টাকা আমি নিচ্ছি না, তিনি মারা গেলে কি সেই সুদের দায়ভার আমার ঘারে আসবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পাপ কাজে সহায়তা করলে তো পাপী হতেই হয়। নমিনি তো সেই লোকের কোন নিকট আত্মীয় হবে, আপনার হওয়ার দরকার নেই।