আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4123

সফর

প্রকাশকাল: 14 মে 2017

প্রশ্ন

আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। সাধারণত বাসায় খুবই কম যাওয়া হয়। বছরে ২/৩ বার। ক্যাম্পাসেই সারাবছর থাকতে হয়। বাসায় গেলেও ২/৩ দিনের বেশি থাকা হয় না। এখন প্রশ্নটা হলো যে, আমি যেহেতু মুসাফির সেহেতু মুসাফিরের সালাত আমার জন্য কোথায় পড়তে হবে? বাসায় নাকি ক্যাম্পাসে?নাকি পড়তে হবে না?

উত্তর

আপনি কয়েক দিনের জন্য বাসায় গেলেও পুরো নামায পড়বেন। বিশ্ববিদ্যালযে ১৫ দিনের কম থাকার নিয়ত করলে কসর করবেন।