আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4122

হাদীস

প্রকাশকাল: 13 মে 2017

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। মিজানুর রহমান আজহারীর এক বক্তব্যে শুনলাম: হাবীব (সা.) একবার একটা লাশ দেখে দারিয়ে গেলেন। সাহাবারা বলল্লেন নবী এটা ইয়াহুদীর লাশ আপনি দারালেন যে! আল্লাহর হাবীব (সা.) বললেন এটা কি মানুষ না? হোকনা ইয়াহুদী হোকনা খৃষ্টান হোকনা আস্তিক আর নাস্তিক আমিতো মানুষ দেখে দারাইছি। আমার প্রশ্ন হল এটা কি কোন হাদীসে আছে? থাকলে বুঝিয়ে বলবেন। কারণ অমুসলিমরা তো আমাদের চরম শত্রু তারা শিরক কুফুরি করে আমার মহান আল্লাহর সাথে। তাহলে কেন আমার প্রিয় নবী মোহাম্মদ (সা.) এমনটি করেছেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসটি সহীহ। তবে হোকনা ইয়াহুদী হোকনা খৃষ্টান হোকনা আস্তিক আর নাস্তিক আমিতো মানুষ দেখে দারাইছি। এই টুকু হাদীসে নেই। হাদীসটি হলো: حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، قَالَ: كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ، وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالقَادِسِيَّةِ، فَمَرُّوا عَلَيْهِمَا بِجَنَازَةٍ، فَقَامَا، فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الأَرْضِ أَيْ مِنْ أَهْلِ الذِّمَّةِ، فَقَالاَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ، فَقِيلَ لَهُ: إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، فَقَالَ: أَلَيْسَتْ نَفْسًا হযরত সাহল ইবনে হুনাইফ ও হযরত কায়েস ইবনে সাদ রা. একদিন বসা ছিলেন। তারা তখন কাদিসিয়ায় থাকেন। পাশ দিয়ে একটি লাশ নেয়া হচ্ছিল। তা দেখে তারা দুজনই দাঁড়ালেন। উপস্থিত লোকেরা তাদেরকে জানাল, এ এক অমুসলিমের লাশ। তাঁরা তখন শোনালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়েও একবার এক লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি যখন তা দেখে দাঁড়ালেন, উপস্থিত সাহাবায়ে কেরাম তখন বললেন, এ তো ইহুদির লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, أليست نفسا অর্থাৎ সে মানুষ ছিল তো? -সহীহ বুখারী, হাদীস : ১৩১২ আপনার প্রশ্নের উত্তর তো রাসূল সা. নিজেই দিয়েছেন সে তো মানুষ। মানুষ হিসেবে সবাইকে সম্মান করতে হবে। কুরআনে আছে যে একজন মানুষকে হত্যা করলো সে পৃথিবীর সকল মানুষেকে হত্যা করলো আর যে একজন মানুষকে বাঁচালো সে পৃথিবীর সকল মানুষকে বাঁচালো। সূরা মায়েদা: আয়াত নং ৩২।