আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4117

বিবিধ

প্রকাশকাল: 8 মে 2017

প্রশ্ন

আসসালামু আলাইকু, আমার প্রশ্ন হচ্ছে (১) শহর কুতুব কি? কোরআন ও হাদিসের আলোকে এ ধারণা কতটুকু সত্য? সিলেটে মাওলানাদের কাছ থেকে গল্প শুনেছি, দেওবন্দের এক প্রখ্যাত আলেম একবার সিলেটে এসেছিলেন। তিনি এক মসজিদে এসে কিছু সময় পরে চোখ বন্দ্ব করে বসে রইলেন। পরবর্তীতে তার ঘনিষ্ঠজনরা তাকে এর কারন জিজ্ঞেস করলে তিনি নাকি বলেছিলে, এই শহরের কুতুব অনেক দিন ঘুমান নাই। তাই তাকে অনুরোধ করে দায়িত্ব দিয়ে কিছু সময় ঘুমিয়ে ছিলেন। ওই সময় টুকু দায়িত্ব নিয়ে তিনি চোখ বন্দ করে ছিলেন। এই সব কি সত্য?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এগুলো সম্পূর্ণ ভন্ডামী। কুতুব বলতে শরীয়তে কিছু নেই।